← রাজ্য বিভাগে ফিরে যান
এবার শীতে তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবছর দেশের বিভিন্ন অংশে প্রচুর বৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে শীতের ওপরেও। এমনিতেই ভারতের বেশ কয়েকটি জায়গায় প্রবল শীত থাকে। তবে এবার হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, জম্মু কাশ্মীরে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে।
হওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে এবার শীতের প্রভাব অনেক বেশি থাকবে। এর অন্যতম কারণ হল লা নিনার প্রভাব। এর ফলে সমুদ্রের তাপমাত্রা অনেক হেরফের হবে। ফলে এর সঙ্গে তাল রেখে স্থলভাগে তাপমাত্রা অনেক প্রভাব পড়বে। প্রবল গরম, বৃষ্টির পর এবার প্রবল শীত অপেক্ষা করছে সবার জন্য।