দেশ বিভাগে ফিরে যান

বিক্রি করা যাবে না মদ-মাংস, ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নয়া ফরমান!

September 15, 2024 | < 1 min read

বিক্রি করা যাবে না মদ-মাংস, ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নয়া ফরমান! ফাইল ছবি। সৌজন্যে: A.M. Faruqui

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নর্মদা নদী তীরবর্তী শহরগুলিতে মদ-মাংস বিক্রি করা যাবে না, এমনই পদক্ষেপ করতে চলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। শনিবার ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, মা নর্মদার পবিত্রতা ও আশীর্বাদ রক্ষার্থে এই পদক্ষেপ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব দপ্তরকে সঙ্গে নিয়ে মা নর্দমার পবিত্রতা ও আশীর্বাদ রক্ষায় পদক্ষেপ করা হবে। প্রথম পদক্ষেপ হিসাবে নদী তীরবর্তী ধর্মীয়স্থানে মদ-মাংস বিক্রি নিষিদ্ধ করা হবে। জানা যাচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে নাকি ইতিমধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বিজেপি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী দল কংগ্রেস।

আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতা! রীতিমত স্ট্যাম্প পেপারে চুক্তি করে মধ্যপ্রদেশের গ্রামে বিক্রি হন মহিলারা

১,৩১২ কিমি দৈঘ্যের নর্মদার ১,০৭৯ কিমি শুধু মধ্যপ্রদেশে অবস্থিত। নদীতীরের ধর্মীয় শহরে মদ-মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের বিরোধী দল কংগ্রেস। বিরোধী দলনেতা জিতু পাটোয়ারি বলেন, এটা অত্যন্ত পবিত্র একটি সিদ্ধান্ত। খোদ মুখ্যমন্ত্রী উজ্জয়িনীর বাসিন্দা। প্রথমে সেখানে মদ বিক্রি নিষিদ্ধ করা হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Liquor Ban, #Madhya Pradesh, #Narmada River, #meat ban

আরো দেখুন