কলকাতা বিভাগে ফিরে যান

পথসাথী, ৩০টি টয়লেট শহরকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী পুরসভা

September 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্যাংরা এবং পামারবাজার এলাকায় কোনও টয়লেট ছিল না। রাস্তার ধরে থাকা ওপেন টয়লেটটি হাল ছিল শোচনীয়। হাল ফিরিয়ে ঝাঁ-চকচকে একটি বাথরুমে পরিণত হয়েছে। পোশাকি নাম ‘পথসাথী’। টাইলস, নতুন লাইট আর গাছ দিয়ে সাজানো হয়েছে। ফুটপাতের ধারের নোংরা-দুর্গন্ধযুক্ত ওপেন টয়লেটে নিয়মিত সাফাই করে সুগন্ধী ছড়ানো হচ্ছে।

মানিকতলার ক্যানাল ওয়েস্ট রোডে কলকাতা পুরসভার উদ্যোগে আরও একটি ‘পথসাথী’ চালু হয়েছে। সেখানে পুরনো একটি শৌচালয় সংস্কার করা হয়েছে। খালধারে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষের জন্য বানানো হয়েছে ৩০টি টয়লেট। সেগুলির উদ্বোধন হয়েছে। পুরসভা সূত্রের খবর, ৩০টি টয়লেটের মধ্যে বেশকিছু খুবই খারাপ অবস্থায় পড়েছিল। সেগুলির হাল ফেরানো হয়েছে।

সূত্রের খবর, একাধিক পথসাথী বানানো হচ্ছে। শহরে রাস্তার ধারে বা ফুটপাতে কোনও ওপেন টয়লেট রাখতে চায় না পুরসভা। পুরোন টয়লেটগুলিকে সংস্কার করে নয়া রূপ দেওয়া হচ্ছে। পুজোর আগে আরও কয়েকটি আধুনিক বাথরুম উদ্বোধন করা হবে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#toilets, #clean city, #Kolkata, #KMC

আরো দেখুন