উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভরসা হয়ে উঠেছে জলপাইগুড়ি জেলা পুলিশের উইনার্স টিম

September 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাতের অন্ধকারে কালো পোশাকে স্কুটারে চেপে শহরে টহল দিচ্ছেন বাহিনীর সদস্যারা। পৌঁছে যাচ্ছেন মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের প্রতীক্ষালয়ে, তাঁদের দেখা মিলছে শপিংমল, মার্কেট চত্বরে, পার্কের আশপাশে। শহরের অন্ধকার গলির মোড়ের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত চলছে টহল। ভরসা হয়ে উঠেছে জলপাইগুড়ি জেলা পুলিশের উইনার্স টিম। বাহিনীর তৎপরতা দেখে খুশি মহিলারা।

পুজোর আমেজ, বিকেল হলেই মহিলারা পুজোর কেনাকাটায় বেরোচ্ছেন। বাড়ি ফিরতে কখনও কখনও রাত হয়ে যাচ্ছে। প্রহরীর ভূমিকায় উইনার্স টিম। জলপাইগুড়ি মহিলা থানার আইসি ডিকি লামু ভুটিয়া বলেন, উইনার্স টিম মাঝরাত পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে। মহিলাদের ভরসা জোগাচ্ছে ওই টিম।

পুজোর সময় বাইরে থেকে ছিনতাই গ্যাং শহরে ঢোকে। তাই উইনার্স টিম মার্কেট চত্বর, বাসস্ট্যান্ডে বা জনবহুল এলাকায় মোতায়েন থাকছে। আম জনতাকে ফোন নম্বরও দিচ্ছেন উইনার্স টিমের সদস্যরা। বলেছেন, কোনও সমস্যায় পড়লেই যেন ওঁদের ফোন করা হয়। এতে আশ্বস্ত শহরবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#winners team, #WINNERS, #jalpaiguri

আরো দেখুন