কলকাতা পুলিশের পর স্বাস্থ্য দপ্তরেও রদবদল, দেখে নিন কে কোন দায়িত্বে এলেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিশের পর স্বাস্থ্য দপ্তরেও রদবদল করা হলো। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিকর্তার পদে থাকা কৌস্তভ নায়েক ইনস্টিটিউট অফ হেল্থ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকর্তা হচ্ছেন। অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে থাকা দেবাশিসকে বদলি করা হচ্ছে জনস্বাস্থ্যের স্পেশাল অফিসার অন ডিউটি পদে।
এর আগে ইনস্টিটিউট অফ হেল্থ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকর্তা ছিলেন সুপর্ণা দত্ত। তাঁকে বদলি করা হয়েছে, মেডিক্যাল এডুকেশন বা স্বাস্থ্যশিক্ষার ওএসডি পদে। রাজ্যের নতুন স্বাস্থ্যকর্তা স্বপন আগে ইনস্টিটিউট অফ ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ইমিউনোহেমাটোলজির যুগ্ম স্বাস্থ্যকর্তা পদে নিযুক্ত ছিলেন।