কলকাতা বিভাগে ফিরে যান

নতুন নগরপাল পাচ্ছে কলকাতা, দৌড়ে কারা?

September 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আন্দোলনকারীদের দাবিতেই সাড়া দিল রা‌জ্য। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণের সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নগরপালের দায়িত্ব কে নেবেন? জল্পনা তুঙ্গে।

কলকাতা পুলিশের পরবর্তী কমিশনারের চেয়ারে বসার দৌড়ে রয়েছেন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পান্ডে এবং ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার সুপ্রতিম সরকার। এডিজি পদমর্যাদার অফিসার পীযূষ পান্ডে রাজ্যের ডিরেক্টর সিকিওরিটির পদ সামলাচ্ছেন।

সুপ্রতিম সরকারের নামও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। বর্তমানে এডিজির (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) পদ সামলাছেন। তিনি দায়িত্ব পেতে পারেন বলেও খবর পাওয়া যাচ্ছে। ১৯৯৭ সালের আরেক আইপিএস অফিসার অজয় রানাডের নামও ঘোরাফেরা করছে। কোনও মহিলা আইপিএসকে কলকাতা পুলিস কমিশনারের পদে বসানো হতে পারে বলে জানা যাচ্ছে।

আজ ডিসি (নর্থ) পদেও নতুন অফিসার নিযুক্ত করতে পারে নবান্ন। কলকাতা পুলিশে কর্মরত এমন কোনও অফিসারকে এই পদে নিয়োগ করা হতে পারে বলে খবর। আজ বিকেল চারটেয় শহরের পুলিশকর্তাদের রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #new cp, #supratim sarkar

আরো দেখুন