৩০০ বছরের বারুইপুরের রায়চৌধুরীদের দুর্গাপুজো, জানেন কে এসেছিলেন এবাড়ির অতিথি হয়ে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩০০ বছরেরও বেশি সময় যাবৎ বারুইপুরের রায়চৌধুরী পরিবারে দুর্গা আরাধনা হচ্ছে। শোনা যায়, বারুইপুরের ম্যাজিস্ট্রেট থাকাকালীন এ বাড়ির পুজো দেখতে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঐতিহ্য মেনে প্রতি বছর বিসর্জনের দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়।
বারুইপুরের রাসমাঠে এই পুজো প্রথম আরম্ভ হয়। পরিবারের সদস্যরা দেশ-বিদেশে থাকেন। সবাই একত্র হন পুজোর সময়। বারুইপুরের বাসিন্দারাও আসেন। ঠাকুর দর্শন করেন, পুজোর ভোগ খান। মহালয়ার পরদিন প্রতিপদ থেকে পুজো শুরু হয় দুর্গাদালানে। চণ্ডীপাঠ শুরু হয়। দু’মন চালের নৈবেদ্য দেওয়া হয়। সপ্তমী থেকে নবমী ছাগ বলি দেওয়া হয়। আখ ও কুমড়ো বলিও দেওয়া হয়। দশমীতে পরিবারের মহিলারা সিঁদুর খেলেন। ৪০ বাহক কাঁধে করে প্রতিমা নিয়ে যান সদাব্রত ঘাটে। রুপোর পাখা-চামর দুলিয়ে, ছাতায় ঢেকে দুর্গাকে নিয়ে যাওয়া হয়। কৈলাসে মায়ের আসার বার্তা দিতে নীলকন্ঠ পাখি ওড়ান বাড়ির সদস্যরা।