জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, খোঁচা CBI-কেও
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে ডাক্তারদের উদ্বেগের বিষয়ে সমর্থন করেছি। তাঁদের উদ্বেগের বেশিরভাগই, সঙ্গত, যথার্থ এবং ন্যায্য।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের জমা দেওয়া রিপোর্টে, বাংলার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়ন-সহ তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, আশা করা হচ্ছে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। সরকার স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলির মাধ্যমে তাঁদের দাবিকে সম্মান করেছে।
ডাক্তারদের এখন কর্মবিরতি তুলে নেওয়ার কথা বিবেচনা করা উচিত এবং জনগণের সেবা করার জন্য বাংলার সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত। পরিবর্তনগুলি অবিলম্বে কার্যকর করা নিশ্চিত করার জন্য টাস্ক ফোর্সের উদ্যোগগুলিকে ত্বরান্বিত করা উচিত।”
তিনি আরও লেখেন, “সবশেষে, সিবিআইকে জবাবদিহি করতে হবে এবং অপরাধীর দ্রুত শাস্তি বিধান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিআইয়ের রেকর্ড বলে, গত দশ বছরে হাতে নেওয়া একটিও তদন্ত শেষ করেনি সিবিআই। ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে ন্যায়বিচার অস্বীকার করা হয়েছে।”