চলচ্চিত্রশিল্পে যুক্ত মহিলাদের যৌন হেনস্তা ও লিঙ্গ বৈষমের অভিযোগের নিষ্পত্তিতে হেমা কমিটির ধাঁচে ‘আত্মশ্রী’ গড়ছে রাজ্য
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক এক অভিনেত্রী। তারপর থেকেই উত্তাল টলিউডে। ডিরেক্টর্স গিল্ড অরিন্দমকে সাসপেন্ড করেছে। এখন ক্ষোভ উগ্রে দিচ্ছেন একের পর অভিনেত্রী ও মডেল। এক শ্রেণীর পরিচালক, অভিনেতা, প্রযোজক ও কলাকুশলীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। টলিউডের পরিস্থিতি পর্যালোচনা করে দেখতে এবার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র শিল্পে যুক্ত মহিলাদের যৌন হেনস্তা ও লিঙ্গ বৈষমের অভিযোগ খতিয়ে দেখবে কমিটি। শোনা যাচ্ছে কমিটির নাম হতে পারে ‘আত্মশ্রী’। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন কমিটির শীর্ষে।
অরিন্দমকে শীলের পর অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক উঠতি মডেল ও অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ করেন। সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। হেমা কমিটির ধাঁচে বাংলাতেও যাতে একটি কমিটি গঠন করা যায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ঋতাভরী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মীদের নিয়ে কমিটি গড়তে বলেছেন। দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে।