উদ্বোধনের পর প্ল্যার্টফর্ম থেকে সোজা বন্দে ভারতের সামনে পড়লেন বিজেপি বিধায়ক
September 18, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত সোমবার আগ্রা স্টেশনে আগ্রা–বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। উদ্বোধনের পর ট্রেন এটাওয়া স্টেশনে আসছে খবর পেয়েই সেখানে রেল আধিকারিকদের সঙ্গে ভিড় জমান বিজেপি বিধায়ক সরিতা বাহাদুরিয়া-সহ বিজেপির অন্যান্য ছোট, বড় নেতাকর্মীরা।
Etawah, UP: The flag-off ceremony for the Agra-Varanasi Vande Bharat Express faced chaos due to heavy rush, and BJP's Etawah Sadar MLA, Sarita Bhadoria, fell in front of the train pic.twitter.com/p10CfbDIF0
একদম সামনের সারিতে দাঁড়িয়ে ছিলেন সরিতা। হাতে একটি সবুজ পতাকা নিয়ে নাড়াচ্ছিলেন। তখনই ঘটে বিপত্তি। ভিড়ের ধাক্কায় প্ল্যাটফর্ম থেকে সোজা রেললাইনের উপর পড়ে যান। সঙ্গে সঙ্গে হইহই প়ড়ে যায়। রেললাইনে নেমে পড়েন কয়েক জন বিজেপি নেতা-কর্মী এবং পুলিশ আধিকারিক। টেনে তোলেন সরিতাকে। হাত ধরে আবার প্ল্যাটফর্মে ওঠেন তিনি। কিছু ক্ষণ সামলে নিয়ে আবার সবুজ পতাকা ধরে নাড়তে থাকেন। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।