← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
অলস দেশের তালিকায় ভারত! দৈনিক গড়ে কত পা হাঁটেন ভারতীয়রা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলস্য জাঁকিয়ে বসেছে! বেলা গড়াতেই ক্লান্তি ফিরে আসে। কোনওরকমে জোর করে শরীর টানতে হচ্ছে?
ভারত হয়ে উঠেছে অলসদের দেশ। বিশ্বের সবচেয়ে অলস দেশগুলির তালিকায় জায়গা করে নিয়েছে দেশটি। সম্প্রতি স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ৪৬ টি দেশের সদস্যদের নিয়ে সমীক্ষা চালিয়েছিল স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়। মানুষেরা প্রতি দিন গড়ে কত পা হাঁটছেন এবং তাঁদের কর্মদক্ষতার উপর নির্ভর করে সমীক্ষাটি হয়েছে।
স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কুঁড়ে দেশ হল ইন্দোনেশিয়া। সে’দেশের বাসিন্দারা সারা দিনে গড়ে মাত্র ৩৫১৩ পা হাঁটেন। এর পরে রয়েছে সৌদি আরব, মালয়শিয়া, ফিলিপিন্স ও দক্ষিণ আফ্রিকা। তালিকায় আট নম্বরে রয়েছে ভারত। ভারতীয়রা গড়ে প্রতি দিনে প্রায় ৪২৯৭ পা হাঁটেন।