বেশি পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড শোষণে সক্ষম গাছ বসছে কলকাতায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতায় দিনভর বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড মিশছে বাতাসে। এই পরিস্থিতিতে বিক্ষিপ্তভাবে নয় বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশেষ কিছু প্রজাতির গাছ রোপণ শুরু করেছে কলকাতা পুরসভা। এমন গাছ যা অন্যান্য গাছের তুলনায় বেশি পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং বেশি মাত্রায় অক্সিজেন বাতাসে ছাড়ে।
কলকাতা পুরসভার উদ্যান বিভাগের উদ্ভিদবিদ (বটানিস্ট) নির্দিষ্ট কিছু গাছ এ কাজে বাছাই করেছেন। কলকাতার একাধিক রাস্তার ধারে বা উদ্যানের ভিতরে সে গাছগুলি রোপণ করা হচ্ছে। নিম, পিপুল, সেগুন, ইউক্যালিপটাস, সিলভার ওক, বাঁদর লাঠি, রবার এবং চন্দনের মত গাছ বেছে নেওয়া হয়েছে। এর পাশাপাশি পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় কৃষ্ণচূড়া রাধাচূড়ার মতো গাছ অতিরিক্ত ভেঙেছে। বটানিস্টরা জানিয়েছেন, এই ধরনের গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু এদের শিকড় মাটির বেশি গভীরে প্রবেশ করে না। ফলে বেশি হাওয়া বইলে গাছগুলি নড়বড়ে হয়ে পড়ে। ভেঙেও যায়। পাশাপাশি এদের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কম।