বাকি দুই শর্ত রাজ্য মানলেও অবস্থান তুলতে আপত্তি জুনিয়র ডাক্তারদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সব দাবি মেনে নিয়েছে। তবে দাবি পূরণের সময় চেয়েছে রাজ্য। মুখ্যসচিব ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।
বৈঠকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন রাজ্য সরকারের তরফে তাদের দাবি মানা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি না করা পর্যন্ত তারা অবস্থান তুলবে না। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, “সব জেলায় মহিলাদের বিশেষ প্রশিক্ষিত বাহিনী উইনারস টিম রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।”
কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনারের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের।
জুনিয়র চিকিৎসকদের আজকের দাবি-
১) হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে হবে।
২) হাসপাতালে একটি ডিসপ্লে বোর্ড রাখতে হবে, যেখানে দেখা যাবে কোথায় কটি বেড খালি রয়েছে।
৩)কোনও চুক্তিভিত্তিক কর্মী রাখা যাবে না।
পুরোটাই বিবেচনায় রয়েছে, জুনিয়র চিকিৎসকদের বলেন মুখ্যসচিব। জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বিভিন্ন কমিটি তৈরির কথা বলেন, মুখ্যসচিব দ্রুত সেই সব কমিটি তৈরি করার আশ্বাস দিলেন।
মিটিং শেষে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করতে চেয়েছিলেন। জুনিয়র চিকিৎসকরা নাকচ করে দেন।