রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে বন্যা পরিস্থিতিক কারণে দুর্গা পুজোয় পদ্মের জোগানে টান পড়ার প্রবল সম্ভাবনা

September 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার দুর্গা পুজোয় পদ্মের জোগানে টান পড়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার জগন্নাথ ঘাট ফুল বাজারের ফুলচাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, ‘কলকাতার ফুল বাজারে বেশি ফুল আসে দুই মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনা থেকে। তার মধ্যে দুই মেদিনীপুর ও হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়। তাই গত কয়েক দিন ধরেই কলকাতার বাজারে ফুলের দাম চড়চড় করে বাড়ছে।’ সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘প্রয়োজনের তুলনায় জোগান খুব কম। ফলে ফুলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। জেলাগুলিতে বিঘার পর বিঘা ফুলের খেত চলে গিয়েছে জলের তলায়। কোথাও জলের তোড়ে ফুলগাছের গোড়া নড়বড়ে হয়ে গিয়েছে। ফলে জোগান অস্বাভাবিক কমেছে। এই অবস্থায় যে পরিমাণ ফুল কলকাতার বাজারে আসছে তার দাম অন্য সময়ের থেকে বেড়ে গিয়েছে অনেকটা।’

ক্রেতাদের বক্তব্য, দিনকয়েক আগেও কলকাতার ফুল বাজারের ছবিটা ছিল একেবারে ভিন্ন। বুধবারই পরিস্থিতি পাল্টে যায়। এদিন দুপুরে বাজারে গিয়ে দেখা গিয়েছে, ফুলের দাম বেশ চড়া। পাইকারি বাজারে দাম বেশি থাকায় শহরের খুচরো ফুল ব্যবসায়ীদের রীতিমতো মাথায় হাত। ফুল বাজারে কথা হচ্ছিল দমদমের খুচরো ফুল ব্যবসায়ী তপন দাসের সঙ্গে। তিনি বলেন, ‘পাইকারি বাজারেই যদি ফুলের দাম এত চড়া থাকে তাহলে আমরা কত দামে বিক্রি করব? এত দাম দেখে চিন্তা হচ্ছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Flood Situation, #lotus, #West Bengal

আরো দেখুন