ভরা কোটালে উপচে পড়ল আদিগঙ্গা, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল জল
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা যখন বন্যায় ভাসছে সেই পরিস্থিতিতে রক্ষা পেল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িও। বৃহস্পতিবার বিকেলে জলের স্রোত দেখা যায় মমতার বাড়িতে। গতকাল বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় মমতাকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা। সেই ফোনে মমতাকে জল ঢোকার কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘খবর পেলাম, আমি যেখানে থাকি, অত উঁচু করে বাঁধিয়েছি, তাও জল ঢুকল।’
বাড়ির গেট থেকে দরজা পর্যন্ত উঠোন, বাগান জল থইথই। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী পাশকুঁড়া এবং উদয়নারায়ণপুর গিয়েছিলেন। তারই মাঝে এই খবর আসায় তিনি বাড়ির সদস্যদের সাবধান করে দেন। জানান, এই জল নামতে সময় লাগবে, সাবধানে থাকতে। এর আগেও বেশ কয়েকবার জল ঢুকেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। তবে জানা গিয়েছে, এবারে জল ঢোকার পরিমাণটা বেশি। উল্লেখ্য, ডিভিসির জল ছাড়ার কারণে রাজ্যের বেশ কিছু এলাকা বর্তমানে প্লাবিত। বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির বিরুদ্ধেই ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ‘ম্যান মেড বন্যা’ বলে ফের অভিযোগ করেছেন মমতা। বৃহস্পতিবার মমতা হুঁশিয়ারির সুরে বলেছেন যে, ডিভিসির সঙ্গে সব সম্পর্ক তিনি ছিন্ন করবেন।