← রাজ্য বিভাগে ফিরে যান
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, পুজোর আগে ফের বৃষ্টি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোর আনন্দ মাটি করে দিতে পারে নিম্নচাপ। কারণ, আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তবে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপকূলের দিকে ধেয়ে আসবে কি না সেটা এখনও নিশ্চিত করে জানায়নি আবহাওয়া দপ্তর।
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।