জয় মা দুর্গা! ভারতে ইলিশ রপ্তানিতে রাজি হল বাংলাদেশ, পুজোয় বঙ্গবাসীর পাতে পদ্মার ইলিশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবেশী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের স্রেফ একটি ঘোষণায়। বলা হয়েছিল, এবার আর পুজোর সময় পদ্মার ইলিশ পাঠানো হবে না ভারতে। তাতেই মনে হচ্ছিল, এবছরের দুর্গাপুজোটা মৎস্যপ্রেমী বাঙালির কাছে স্বাদ-হীন হয়ে উঠবে। অবশেষে দীর্ঘ টালবাহানার অবসান। পুজোয় এ বার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ। দুর্গাপুজোর আগেই রাজ্যে বাংলাদেশের ইলিশ আসছে একটু-আধটু নয়, তিন হাজার টন!
প্রতিবারই দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। অন্তত, বিগত কয়েকটি বছরে তা রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছিল। তবে এবারে আর পুজোর আগে ইলিশ পাঠানো হবে না বলে গত ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের উপদেষ্টা ফরিদা আখতার।
গতবারেও দুর্গা পুজোর আগে বাংলাদেশ থেকে ৫ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। সেখানে ইউনুসের অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে শোরগোল তৈরি হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। সেকারণেই অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ কিনা, তা নিয়েও জল্পনা হয়েছিল বিভিন্ন মহলে।
এরই মাঝে এদিন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্গা পুজোর আগেই ভারতে পাঠানো হবে ৩ হাজার মেট্রিক টন ইলিশ। এজন্য আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সেদেশের রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দরপত্র জমা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অর্থাই সেপ্টেম্বরেই ফের ভারতে ঢুকতে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ।