বারাকপুরের তালপুকুরের কুণ্ডুবাড়িতে আজও রীতিমেনে চলে দুর্গা আরাধনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাকপুরের তালপুকুরের কুণ্ডুবাড়িতে আজও রীতিমেনে দেবী দুর্গার পুজো হচ্ছে। দশমীর দিনে কচুশাক ও পান্তাভাত খাইয়ে মাকে বিদায় জানানো হয়। বছরের পর বছর একই নিয়মে পুজো হয়ে আসছে। পুজোর সময় পরিবারের সকল সদস্য কুণ্ডুবা়ড়িতে হাজির হন।
একচালার প্রতিমাতে দেবীর পুজো হয়। নিজেদের অনুষ্ঠান বাড়ি ‘আশুতোষ ভিলা’তেই মাকে প্রতিষ্ঠা করা হয়। বছরের পর বছর ধরে সেই অনুষ্ঠান বাড়িতেই পুজোর আয়োজন করা হয়। এই বাড়ির কলাবউ স্নান করাতে যান বাড়ির বিবাহযোগ্য পুরুষেরা। আশ্চর্যের বিষয়, পরবর্তী দুর্গাপুজো আসার আগে তাঁদের বিয়ে হয়ে যায়। ফি বছরই কুমারীপুজো হয়। পুজো দেখতে ভিড় উপচে পড়ে।
দশমীর দিন মাকে পান্তাভাত, কচুশাক আর মালশা ভোগ নিবেদন করা হয়। মা আসেন পঞ্চমীতে। ষষ্ঠীতে হয় বোধন। প্রতিদিনই নানা ধরনের ভোগ হয়। পুজো শেষে প্রতিমা নিরঞ্জন করা হয় গঙ্গায়। নিরঞ্জনের সময় বাড়ির মেয়েরাও গঙ্গায় যান।