ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়তে পারেন, কখন সতর্ক হবেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধরা যাক, কোনও ফোন এল গ্রাহকের কাছে। বলা হয়, আপনি কয়েক হাজার টাকা একটি লাকি ড্র-এর মাধ্যমে জিতেছেন। সেই টাকা ফোন পে অথবা পেটিএম-এর মাধ্যমে ট্রান্সফার করা হবে। এই ট্রানজ্যাকশনের জন্য কলার ব্যবহারকারীর কাছ থেকে ইউপিআই পিন চাইতে পারে। আর সেটা দিয়ে দিলেই ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট।
আবার কারও ফোনে মেসেজ এল যে, বড়সড় কোনও পরিমাণ টাকা অ্যাকাউন্টে চলে এসেছে। এরপরেই কেউ কল করে বলবে যে, ভুল করে ওই ব্যবহারকারীর কাছে ওই টাকাটা সে পাঠিয়ে ফেলেছে। এটাও কিন্তু একটা স্ক্যাম হতে পারে। এরপর স্ক্যামার টাকা ফেরত চাইলে সেই ফাঁদে পা দিলেই খোওয়া যাবে টাকা।
FraudPay অথবা spoof Paytm অ্যাপের মতো প্রতারণামূলক অ্যাপ ছড়িয়ে পড়েছে চারপাশে। আর এই ভুয়ো ইউপিআই অ্যাপগুলি এতটাই দক্ষ যে, তা আসল কিউআর কোড স্ক্যান করে নিয়ে মেসেজ দেখায়। যদিও লেনদেন কিন্তু ভুয়ো হতে পারে।