খেলা বিভাগে ফিরে যান

চেন্নাইয়ে ‘টাইগার’ শিকার টিম ইন্ডিয়ার! অশ্বিন-জাদেজায় কুপোকাত বাংলাদেশ

September 22, 2024 | < 1 min read

চেন্নাইয়ে ‘টাইগার’ শিকার টিম ইন্ডিয়ার! অশ্বিন-জাদেজায় কুপোকাত বাংলাদেশ। ছবি সৌজন্যে: Reuters

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চারদিনেই কুপোকাত বাংলাদেশ। চেন্নাইয়ে জয় ছিল সময়ের অপেক্ষা। শান্ত কিছুটা লড়লেও মাত্র ২৩৪ রানে থেমে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অশ্বিন আর জাদেজার ঘূর্ণিতে ২৮০ রানে সিরিজের প্রথম টেস্ট জিতে নিলেন রোহিত বাহিনী।

অশ্বিন ৬ টি এবং জাদেজা ৩ উইকেট নিলেন। রবিবার সকালে ভারতের হয়ে বোলিং আক্রমণে আসেন সিরাজ ও বুমরাহ। তাঁদেরকে সামলে দেন বাংলাদেশের দুই ব্যাটার। চতুর্থ দিনের পিচে বল বিরাট টার্ন হতে শুরু করে। বল হাতে আসেন অশ্বিন ও জাদেজা। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৪ উইকেট হারিয়ে ১৫৮। চতুর্থ দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেল বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#India vs Bangladesh, #Bangladesh, #Team India

আরো দেখুন