অশনি সংকেত, নিম্নচাপের চোখরাঙানিতে ভাসবে প্রাকপুজোর বাজার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষার স্পেল আর শেষ হচ্ছে না! হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর। বঙ্গোপসাগরে ফের চোখরাঙাচ্ছে নিম্নচাপ। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ফের ভেসে যেতে পারে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যদিও তাপমাত্রার কোনও হেরফের হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মত দিয়েছে হাওয়া অফিস।
সপ্তাহান্তে জোড়া নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সোমবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা ভিজতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
আন্দোলন, লাগাতার মিছিল, মিটিঙের পর একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে পুজোর বাজার। হাতিবাগান, গড়িয়াহাট, নিউমার্কেটের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কিন্তু নিম্নচাপের ভ্রুকুটিতে ফের আতঙ্কিত ব্যবসায়ীরা।