রাজ্য বিভাগে ফিরে যান

‘আমার হাত তোমার হাতে/আমরা সবাই দিদির সাথে’ – অভিনব কর্মসূচি মহিলা তৃণমূলের

September 22, 2024 | < 1 min read

‘আমার হাত তোমার হাতে/আমরা সবাই দিদির সাথে’ – অভিনব কর্মসূচি মহিলা তৃণমূলের। ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় নারীদের ক্ষমতায়নে জোয়ার এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। নারী সহায়তায় একের পর এক প্রকল্পের বাস্তবায়ন করেছে মমতা সরকার। আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে রাজ্যের কাজ। ইউনেস্কোর পুরস্কার পেয়েছে ‘কন্যাশ্রী’। প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষা, বাংলায় মেয়েদের পড়াশোনায় সরকারি প্রতিষ্ঠানে কোনও খরচ লাগে না। বাংলার বহু নারীকল্যাণমূলক প্রকল্প দেশে এমনকি দেশের বাইরেও সমাদৃত। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে পথে নামছে মহিলা তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার পথে নামছেন তাঁরা। দুপুরে মানববন্ধন করবেন তাঁরা। মোট ৩৫ টি সাংগঠনিক এলাকায় পাঁচ কিলোমিটার করে মানববন্ধন গড়ে তোলা হবে। তাঁদের মূল ভাবনা ‘আমার হাত তোমার হাতে/আমরা সবাই দিদির সাথে’। কলকাতায় বিড়লা তারামণ্ডল থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধনে থাকবেন দলের সামনের সারির নেত্রীরা।

এই সংক্রান্ত একটি লিফলেটও প্রকাশ করেছে দলের মহিলা শাখা। বাংলায় মেয়েদের জন্যেই সাতটি প্রকল্প রয়েছে। যার সুবিধা নিতে পারেন প্রত্যেক মহিলা। যার মধ্যে জনপ্রিয় কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়া সবুজশ্রী, রূপশ্রী, স্বয়ংসিদ্ধার মতো প্রকল্পও মেয়েদের আত্মনির্ভর করে তুলেছে। পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণমূলক উদ্যোগগুলি ইউনিসেফের তরফে আন্তর্জাতিক প্রশংসা লাভ করেছে। রাষ্ট্রসংঘের জনপরিষেবা বিভাগের পুরস্কার প্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প, যুবতী মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে রূপশ্রী প্রকল্পকে কুর্নিশ জানিয়েছেন আধিকারিকরা। রাজ্যবাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে পথে নামছে মহিলা তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #tmc, #Trinamool new campaign, #Trinamool Congress

আরো দেখুন