কলকাতা বিভাগে ফিরে যান

মেট্রোয় থিকথিকে ভিড়, পুজোর আগে জমে উঠল রবিবারের শপিং

September 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার, আর অন্যদিকে পুজোর ঢাকে পড়েছে কাঠি; জমে উঠেছে পুজোর কেনাকাটার বাজার। দুপুর গড়াতেই থিকথিকে ভিড় মেট্রোয়। রীতিমতো দাঁড়ানোর জায়গা নেই! সপরিবারে মানুষজন উঠেছে মেট্রোয়। রবিবারে গন্তব্য গড়িয়াহাট, নিউ মার্কেট বা হাতিবাগান। দু’হাতে দুটো ব্যাগ দেখা গেল বাঙালিদের। নতুন জামা ছাড়া দুর্গাপুজো হয় নাকি?

আম জনতার বক্তব্য, বছরে একবারই কেনাকাটা হয়। একবারই চারটে দিনের ছুটি। এই একবারই পরিবার নিয়ে হইহই করেন তাঁরা। আন্দোলনজীবীদের ফাঁদে মাটি হতে বসেছিল সেই আনন্দও। কপালে চিন্তার ভাঁজ পড়েছিল হকার থেকে দোকানদারদের। কিন্তু পুজোর দু’সপ্তাহ আগে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে ব্যবসা। বিক্রেতাদের সাফ বক্তব্য, এবার ঋণের টাকা উঠে যাবে। প্রথম দিকে অবস্থা খারাপ ছিল। এখন একটু ভাল। এমনভাবে চললে মোটামুটি উতরে যাবে।

নিউ মার্কেটে পুজোর আমেজ। গোটা এলাকাজুড়ে একেবারে সাজ সাজ রব। কেনাকাটার সঙ্গেই ফুড ফেস্টিভ্যাল চলছে। পাতপেড়ে খাওয়া হচ্ছে। ব্র্যান্ডেড স্টোরের বাইরে মাইকে ঘোষণা হচ্ছে ‘অফার’! হকারদের হাঁক-ডাক তো আছেই। সঙ্গে দরাদরি। নিউ মার্কেটে রাস্তার হকাররা ফুটপাতের দিকে সরে যাওয়ার ফলে রাস্তা বেশ খানিকটা চওড়া হয়েছে। অনেক মানুষ ভিড় জমাচ্ছেন।

পুজোর আগে মাত্র দু’টি রবিবার। নিউ মার্কেট, হাতিবাগান আর গড়িয়াহাট, তিন এলাকাতেই ছিল ঠাসা ভিড়। বিক্রেতাদের মুখে চওড়া হাসি। বিক্রেতারা বলছেন, আর দুটো রবিবার। মনে হয় আর সমস্যা হবে না। গড়িয়াহাটগামী বাসগুলোতে বিকেল থেকে তিল ধারণের জায়গা নেই!

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #durga puja, #Shopping

আরো দেখুন