রাজ্য বিভাগে ফিরে যান

আদালতেই যৌন হেনস্তার শিকার তরুণী আইনজীবী, গ্রেপ্তার কোর্টের চতুর্থ শ্রেণির কর্মী

September 24, 2024 | < 1 min read

আদালতেই যৌন হেনস্তার শিকার তরুণী আইনজীবী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। দিকে দিকে প্রতিবাদ চলছে। এবার খোদ কলকাতা হাই কোর্টের মধ্যেই যৌন হেনস্তার শিকার এক তরুণী আইনজীবী। অভিযুক্ত আদালতের এক চতুর্থ শ্রেণির কর্মী। তাকে আটক করেছে পুলিশ।

এই প্রথমবার নয়। এর আগেও নির্যাতিতা আইনজীবীকে হেনস্তা করেছে জনৈক গৌতম নামের ওই কর্মী। সোমবার হাই কোর্টের সি ব্লিল্ডিংয়ে লিফটে একাই ছিলেন নির্যাতিতা। লিফটের ভিতরে তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত গৌতম। সঙ্গে সঙ্গে চিৎকার করেন তরুণী। ছুটে আসেন আইনজীবীরা। অভিযুক্তকে ধরে ফেলেন। মারধর করার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। এছাড়াও হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #Lawyer, #arrest, #Sexual harrasment, #advocate

আরো দেখুন