পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশকে রক্ষার বার্তা দেবে দিনহাটার বোর্ডিংপাড়া সর্বজনীন

September 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিনহাটার বোর্ডিংপাড়া সর্বজনীন পুজো কোচবিহার জেলার বিগ বাজেটের অন্যতম পুজো। এবার তাদের ৬০ তম বর্ষ। বাজেট প্রায় ৪৪ লক্ষ টাকা। গতবছর থিম ছিল ‘শ্রম অসুর’। বিশ্ববাংলার তরফে জেলায় মণ্ডপসজ্জায় সেরা নির্বাচিত হয়েছিল বোর্ডিংপাড়া সর্বজনীন। বিভিন্ন সংবাদমাধ্যম শহ সবমিলিয়ে ১২টি পুরস্কার পেয়েছিল এই কমিটি। স্বাভাবিকভাবেই দর্শনার্থীদেরও এবার তাদের থেকে অনেক বেশি আশা। সেজন্য এবার একমাস আগেই শুরু হয়েছে প্রস্তুতি।

এবার তাদের থিম ‘উত্তপ্ত ভূলোক’। ক্রমশ বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে বিশ্ব উষ্ণায়নের বিপদ। ধীরে ধীরে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। উন্নয়নের নামে নির্বিচারে চলছে বৃক্ষ নিধন। এর প্রভাবে পৃথিবী থেকে একের পর এক লুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষা যে কতটা জরুরি, সেই বার্তাই দেবে বোর্ডিংপাড়া সর্বজনীন পুজো কমিটি।

কলকাতা থেকে আসা ৩৫ জন শিল্পী জোরকদমে মণ্ডপ সাজাচ্ছেন। মঙ্গলবার সেখানে গিয়ে দেখা গেল, পুজো মণ্ডপের প্রবেশ পথে তৈরি হচ্ছে আস্ত একখানা পৃথিবী। যাতে দেখানো হবে, দেবী দুর্গা কিভাবে তাঁর দশহাত দিয়ে গোটা পৃথিবীকে উষ্ণায়ন থেকে বাঁচিয়ে রেখেছেন। মণ্ডপের ভিতরে থাকছে নানা বার্তা। উন্নয়নের নামে বৃক্ষচ্ছেদন করে কিভাবে কংক্রিটের শহর গড়ে উঠছে তা মণ্ডপের ভিতরে ফুটিয়ে তোলা হবে। অপরদিকে, ক্রমাগত গাছ কেটে ফেলায় গ্রামীণ জনবসতিগুলি শুখা হয়ে পড়েছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ে রকমারি হোর্ডিংয়ে সাজিয়ে তোলা হবে রাস্তার দুই পাশ। তৃতীয়ায় পুজোর উদ্বোধন করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2024, #Global Warming, #environment, #dinhata

আরো দেখুন