← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
পড়াশোনা থামবে না, অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিভিডির ছাড়া জল আর অতিবৃষ্টির জেরে বানভাসি বাংলার একাধিক জেলা। জলস্তর নামতে শুরু করলেও ঘরছাড়া বহু পরিবার। ভেসে গিয়েছে আসবাব, প্রয়োজনীয় জিনিস-সহ বই-খাতা, পড়াশোনার সরঞ্জাম। এবার শিশুদের জন্য এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ। ওই এলাকার শিশুদের জন্য অভিনব উদ্যোগ নিল জেলা পুলিশ। পড়ুয়াদের পড়াশুনার জন্য বই, খাতা-সহ যে সমস্ত জিনিস জলে ভেসে গিয়েছে। তাদের বই-খাতা এবং অন্যান্য পড়াশোনার সরঞ্জাম কিনে দেওয়ার ব্যবস্থা করবে জেলা পুলিশ। ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে হবে পুলিশকে। নম্বরগুলো হল – ০৩২২৮-২৬৯৭৯৭ এবং ৯১৪৭৮৮৮৭০৪। পড়াশোনা যেন থেমে না-থাকে, সেই কারণে এ উদ্যোগ বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে।