আলিপুর চিড়িয়াখানায় এবার দেখা মিলবে ডলফিনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮৭৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয় আলিপুর চিড়িয়াখানার। মঙ্গলবার রাজ্যের অন্যতম জনপ্রিয় এই জুলজিক্যাল পার্কের ১৫০ বছরের জন্মদিন সাড়ম্বরে পালিত হয়। চিড়িয়াখানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। নতুন করে তৈরি দু’টি প্রবেশদ্বার উদ্বোধন করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সহ পদস্থ আধিকারিকরা। ছিলেন চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত। সেখানে জানানো হয়, আগামী এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চিড়িয়াখানার সার্ধশতবর্ষ উদযাপন করা হবে। আরও বেশ কিছু পশুপ্রাণী এই পশুশালায় আনার জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। বনদপ্তর সূত্রে খবর, এর মধ্যেই সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ডলফিন।
ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেলে ডলফিনের জলকেলি কমবেশি সবারই দেখা। কিন্তু এই বাংলায় বসে ডলফিনকে চোখে দেখতে পাওয়ার কোনও সুযোগ নেই। পাশের রাজ্য অসমের দিব্রু শিখাওয়া ন্যাশনাল পার্কে ডলফিন থাকলেও ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে বাংলায় ডলফিন রাখা যায়নি। এবার সেটাই হতে চলেছে। সৌজন্যে আলিপুর চিড়িয়াখানা। ডলফিন আনা নিয়ে রাজ্য সরকারের বনদপ্তরের তরফে যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন শীতের মরশুমেই চিড়িয়াখানায় দেখা মিলবে ডলফিনের।