পেটপুজো বিভাগে ফিরে যান

চিরনবীন ফেলুদা-তোপসে-জটায়ুর যুগলবন্দি এবার পুজো মণ্ডপে, জানেন কোথায়?

September 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খড়দহ, রহড়ার রিজেন্ট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর দুর্গাপুজোর এ বছরের থিম ‘রহস্যে ৫০’। এ বছর তাঁদের দুর্গোৎসবেরও সুবর্ণ জয়ন্তী। সেই সঙ্গে পর্দায় প্রদোষচন্দ্র মিত্রর আবির্ভাবের ৫০ বছর পূর্তি হচ্ছে এই শীতে এবং অর্ধশতক পেরিয়েও চিরনবীন চিরসবুজ ফেলুদা-তোপসে-জটায়ুর যুগলবন্দি। এবার তা ফুটে উঠবে মণ্ডপে।

মণ্ডপসজ্জায় উঠে এসেছে ‘সোনার কেল্লা’ এবং ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির নানা অনুষঙ্গ। সেখানে থাকছে মগনলাল মেঘরাজ, মছলিবাবা থেকে শুরু করে মন্দার বোস এবং নকল ডক্টর হাজরা।

এই মণ্ডপে ভাবনা এবং সৃজনশীলতাকে রূপায়িত করেছেন দুই শিল্পী-রত্নদীপ প্রামাণিক এবং সৌমেন সরকার। তাঁদের হাতের ছোঁয়ায় মণ্ডপেই ফুটে উঠেছে জয়সলমেরের সোনার কেল্লা, বেনারসে গঙ্গাঘাটের পাশাপাশি ঘোষাল পরিবারের ঠাকুরদালান। উদ্যোক্তাদের কথায়, ”আমাদের এই ভাবনা খালি বুদ্ধিমত্তা, মেধা উদযাপনই নয়। শিল্পীদের ভাবনায় বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃতি এবং শিল্পকেও, বাঙালির রসবোধকে উদযাপনের প্রয়াস করা হয়েছে। সবাই দিনের শেষে স্বীকৃতি চায়, আমাদের শিল্পীরা এবং আমরা পুজো উদ্যোক্তারাও তার ব্যাতিক্রম নই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2024, #Feluda Theme, #durga puja

আরো দেখুন