রাজ্য বিভাগে ফিরে যান

ভূতনির চরে মা দুর্গার বেদির এক ফুট ওপর দিয়ে বইছে গঙ্গার জল

September 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভেঙে গিয়েছে গঙ্গার রিং বাঁধ (চর ঘিরে গোলাকৃতি বাঁধ)। তাতেই বিপত্তি। নদীর জল প্রবেশ করেছে মালদার মানিকচকের ভূতনির চরের বিস্তীর্ণ এলাকায়। কোথাও কোমর সমান, কোথাও আবার বুক সমান জল। ভূতনি থানার একতলার ঘরগুলি অর্ধেক জলের তলায়।

ফি বছর নদী ভাঙন হলেও গঙ্গার এই ভয়ানক রূপ কয়েক বছরে দেখেননি ভূতনিবাসী। মা দুর্গার বেদির এক ফুট ওপর দিয়ে বইছে গঙ্গার জল। পুজোর মুখে তাই হাসি নেই সনাতন, রাজেশদের মুখে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় মানিকচক ঘাটে গঙ্গার জলস্তর ছিল ২৫.৩০ মিটার। ফের জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। কয়েকদিন টানা বৃষ্টির পর আরও কয়েকটি এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন, এবার তাঁদেরও একই অবস্থা হতে চলেছে। এমন পরিস্থিতিতে তাই বোধনের আগেই যেন বিসর্জনের সুর প্লাবিত হীরানন্দপুরে।

ভূতনির হীরানন্দপুর অঞ্চলের আমতলা নন্দীটোলা দুর্গোৎসব কমিটির সদস্য রাজেশ মণ্ডল বলেন, আশা করছি কয়েকদিনের মধ্যে জল নেমে যাবে। নাহলে অন্যত্র মা দুর্গার প্রতিমা নিয়ে গিয়ে পুজো করা হবে। কারণ এই মুহূর্তে মায়ের পুজোর যে বেদি রয়েছে, তার এক ফুট ওপর দিয়ে জল বইছে। বন্যা পরিস্থিতির মধ্যে মণ্ডপ তৈরির কাজও থমকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhootani Char, #Ganga water, #Flood, #Maa Durga, #bengal flood, #Durga Puja 2024

আরো দেখুন