রাজ্য বিভাগে ফিরে যান

এবার পুজোয় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে

September 27, 2024 | < 1 min read

এবার পুজোয় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোয় বিদ্যুতের জোগান নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১০,৪০০ মেগাওয়াটে পৌঁছতে পারে বলে মনে করছেন তাঁরা। গতবছর যেখানে বিদ্যুৎ বণ্টন সংস্থার আওতায় ৪৭,২৭৫টি পুজো বিদ্যুতের সংযোগ নিয়েছিল, তা এবার আরও বাড়বে বলেই মনে করছেন তিনি। দপ্তরের তথ্য, গতবছর বিদ্যুতের সর্বাধিক চাহিদা ছিল মহাচতুর্থীতে। ওইদিন তা পৌঁছেছিল ৯,২৫২ মেগাওয়াটে।

পুজোর সময় বিদ্যুৎ দপ্তরের সাড়ে ৭২ হাজার স্থায়ী ও অস্থায়ী কাজে নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন অরূপবাবু। এজন্য আধিকারিক নিযুক্ত থাকবেন সাড়ে ছ’হাজারের বেশি। সচল থাকবে ৩,৩৭৮টি মোবাইল ভ্যান। কলকাতা ও শহরতলির সিইএসসি এলাকায় এলাকায় দু’টি হেল্পলাইন নম্বর চালু হবে, সেগুলি হল—৯৮৩১০৭৯৬৬৬ এবং ৯৮৩১০৮৩৭০০। এদিকে, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আওতায় যে হেল্পলাইন দুটি এখনই চালু আছে, তা হল—৯৮০০৭৯৩৫০৩ এবং ৯৮০০৭৯৩৫০৪। দপ্তরের তরফে এদিন পুজো কমিটির কর্তাদের কাছে আর্জি রাখা হয়, তাঁরা যেন লাইসেন্সপ্রাপ্ত কর্মীদের দিয়েই বিদ্যুৎ সংযোগের কাজ করান।

TwitterFacebookWhatsAppEmailShare

#aroop biswas, #power, #Mega watt, #durga Pujo, #electricity

আরো দেখুন