রাজ্য বিভাগে ফিরে যান

আরও সহজ হল অনলাইনে খাজনা দেওয়া, এখন ওটিপি মোবাইলেই

September 28, 2024 | < 1 min read

আরও সহজ হল অনলাইনে খাজনা দেওয়া, এখন ওটিপি মোবাইলেই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বচ্ছতার স্বার্থে একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। সেভাবেই চালু হয়েছে অনলাইনে খাজনা জমা নেওয়ার পরিষেবা। তবে ২০১৭ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকাজে ব্যবহৃত জমির জন্য খাজনা না নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে কৃষিজমির জন্য সেস এবং খাজনা— কোনওটাই নেওয়া হয় না। তবে কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত হয়, এমন জমির খাজনা দিতে হয় বছর বছর। অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষকে এখন আর অফিসে ছুটতে হচ্ছে না এর জন্য। বাড়িতে বসেই খাজনা জমা দেওয়া যায়। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ১৪ লক্ষ মানুষ প্রায় ৫৮ কোটি টাকা খাজনা জমা করেছেন এভাবেই।

নাগরিকরা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই খাজনা জমা দিতে পারেন। সেই প্রক্রিয়া এবার আরও সহজ ও সবার জন্য গ্রহণযোগ্য করা হল। এতদিন অনলাইনে খাজনা দিতে গেলে সংশ্লিষ্ট জমির মালিকের ই-মেল আইডি থাকা বাধ্যতামূলক ছিল। খাজনা জমা নেওয়ার আগে সেই ই-মেল আইডিতে ওটিপি পাঠিয়ে যাচাই করা হতো। একই সঙ্গে জমির মালিকের মোবাইল ফোনেও পাঠানো হতো পৃথক একটি ওটিপি। কিন্তু নাগরিকদের একটা বড় অংশ ই-মেল ব্যবহারে সড়গড় বা সক্ষম নয়। তাই ই-মেলে ওটিপি পাঠানোর নিয়ম তুলে দিল রাজ্য। শুধুমাত্র খাজনা জমা দিতে ইচ্ছুক ব্যক্তির মোবাইল ফোনেই ওটিপি পাঠিয়ে যাচাই পর্ব সারা হবে। গত বুধবার এই নিয়ম চালু হয়ে গিয়েছে বলে প্রশাসনিক মহলের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#OTP, #Tax, #MObile, #online rent, #Mobile OTP

আরো দেখুন