নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও আশেপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না। আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের সব জেলায় আজ থেকে ৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।