লক্ষ্মীবারের পর শনিবার, আরও ২৫ মেট্রিক টন পদ্মার ইলিশ এল ভারতে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইলিশ ছাড়া কি পুজোর খাওয়া-দাওয়া জমে? ধাপে ধাপে পদ্মার ইলিশ ঢুকছে বঙ্গে! শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দফায় ২৫ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে এল। বৃহস্পতিবার ৫৪ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছিল ভারতে। শনিবার আরও ইলিশ এল।
ওপার বাংলার বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১,১৮০ টাকা। বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৪৮টি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন করে মোট ২৪,০০ মেট্রিক টন ও একটি প্রতিষ্ঠান ২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বলে খবর।
জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রক ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এপার বাংলার বাজারে পদ্মার ইলিশের দর উঠেছে ১৫০০ থেকে ২০০০ টাকা প্রতি কেজিতে।