রাজ্য বিভাগে ফিরে যান

গোটা অক্টোবর, নভেম্বর মাস জুড়ে দেশে চলবে ৬ হাজার স্পেশাল ট্রেন

September 30, 2024 | < 1 min read

গোটা অক্টোবর, নভেম্বর মাস জুড়ে দেশে চলবে ৬ হাজার স্পেশাল ট্রেন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উৎসবের মরশুমে দেশে বিপুল হারে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে। বাংলায় শারদোৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। কালীপুজো, দীপাবলি, বা ছট উপলক্ষ্যে উত্তরপ্রদেশ, বিহার-সহ নানা রাজ্যের মানুষজনের আসা-যাওয়া লেগে থাকে। কাজের সূত্রে যাঁরা ভিন রাজ্যে থাকেন, তাঁরাও এই সময় ঘরে ফেরেন। বছরের এই সময় ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে যায়।

আরও পড়ুন: উৎসবের মরশুমের আগেই ছ্যাঁকা! কেন্দ্রের আমদানি শুল্কের গেরোয় ডবল সেঞ্চুরির পথে সর্ষের তেল

আজ, সোমবার থেকে টানা দু’মাস ধরে ৬ হাজার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ ট্রেন পরিষেবা মিলবে। গত বছর উৎসবের মরশুমে ভারতীয় রেল ৪,৪২৯টি স্পেশাল ট্রেন চালিয়েছিল। যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এবার স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Passengers, #special trains, #October, #Pujo special, #november

আরো দেখুন