সাত সমুদ্র তেরো নদীর পারে দুর্গা পুজো রামকৃষ্ণ মিশনের মহারাজদের তত্ত্বাবধানে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধ্য অন্টারিও এলাকায় টরন্টো থেকে ৮০ কিমি দূরে ব্যারি শহরে আর একটি পুজো হয়। অতীতে তা পারিবারিক থাকলেও এখন সর্বসাধারণের। বৃহন্নান্দিকেশ্বর পুরাণ মতে তিথি অনুযায়ী পাঁচদিন ধরে চলে ষোড়শোপচার পুজো। উপস্থিত হন স্থানীয় এমপি, এমপিপি (মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট) সহ বিশিষ্টরা। চণ্ডীপাঠ, সন্ধিপুজো সবই হয় নিয়ম মেনে।
কানাডা থেকে প্রায় ছ’হাজার সাতশো কিলোমিটার দূরে দুর্গাপুজোর আয়োজন করে জার্মানির বঙ্গ উৎসব ড্রেসডেন নামে এক সংস্থা। এই পুজোর এবার ষষ্ঠ বছর। পোল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি সহ নানা প্রান্তের বাঙালি-অবাঙালিরা ভিড় জমান এখানে। পুজো কমিটির এক সদস্য জানান, কুমোরটুলির প্রশান্ত পালের কাছ থেকে আনা হয়েছে মূর্তি। তিন দিন ধরে রামকৃষ্ণ মিশনের মহারাজদের তত্ত্বাবধানে হবে মায়ের পুজো। এই ক’দিন থাকছে ভরপেট বাঙালি খাবার। খিচুড়ি, লাবড়া থেকে শুরু করে বাসন্তী পোলাও, রসমালাই।