দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বন্যা দুর্গত এলাকার ত্রাণ শিবিরে খাবার নিয়ে হাজির ভ্রাম্যমান ‘মা ক্যান্টিন’

September 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বন্যা দুর্গত এলাকার ত্রাণ শিবিরে রান্না করা খাবার নিয়ে হাজির ভ্রাম্যমান মা ক্যান্টিন। কয়েক হাজার বন্যা দুর্গত মানুষ খেয়েছেন খাবার। নাগাড়ে বৃষ্টির জেরে বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। বনগাঁ পুরসভার ৭, ১৫, ২০ ও ২২ নম্বর ওয়ার্ড-সহ একাধিক নিচু এলাকার বাড়িতে জল ঢুকে যাওয়ায় বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। সেই সমস্ত দুর্গত মানুষের জন্য মা ক্যান্টিনের মাধ্যমে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল বনগাঁ পুরসভা।

শনিবার দুপুরে ভ্রাম্যমান মা ক্যান্টিনের উদ্বোধন করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। ভ্রাম্যমান মা ক্যান্টিনের মাধ্যমে বন্যা পীড়িতদের দু’বেলা খাবার পৌঁছে দেওয়া শুরু হয়েছে। খাবারের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি ও ডিমের ঝোল।

জানা গিয়েছে, যতদিন না-পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন এই ক্যান্টিন চলবে। দুটি ভ্রাম্যমান মা ক্যান্টিন দুর্গত এলাকায় ঘুরবে। সম্পূর্ণ বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Flood, #Maa Canteen

আরো দেখুন