প্রকৃতি রক্ষার আহ্বান জানাচ্ছেন বনদেবী কান্তারা, পুজো মণ্ডপ সেজে উঠছে সল্টলেকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবার নতুন নতুন থিমে দর্শনার্থীদের চমক দেয় এ ই ব্লক পার্ট ওয়ান। সল্টলেকের বড় পুজোর মধ্যে একটি হল এই পুজো। গতবার থিম ছিল ‘তাহাদের কথা’। ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত বাঙালি বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল। দর্শনার্থীদের নজর কেড়েছিল ওই থিম। এবার দুর্গা বন্দনায় প্রকৃতিকে রক্ষার অভিনব বার্তা। থিমের ভাবনা মণ্ডপে ফুটিয়ে তুলতে এখন দিনরাত কাজ করে চলেছেন শিল্পী পার্থ ঘোষ ও সিদ্ধার্থ ঘোষ। প্রতিমা তৈরি করছেন শিল্পী দীপ্তরেখ ভড়। উদ্যোক্তাদের দাবি, এবার দর্শনার্থীদের নতুন স্বাদ দেবে এই থিম।
মণ্ডপের ভিতর অরণ্যের ছোঁয়া থাকবে। সবুজের পরিবেশের সঙ্গে দেখা যাবে বিভিন্ন পশু, পাখির মডেল। প্রকৃতিকেই নিয়মিত ধ্বংস করে চলেছে মানুষ। হ্রাস পাচ্ছে বনভূমি। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণও বিপন্ন হওয়ার মুখে। কিন্তু ক্রমাগত আঘাত করলে একদিন না একদিন প্রকৃতি নিজেই প্রতিশোধ নেয়। তখন বনভূমি রক্ষায় এগিয়ে আসেন দেবদেবীরাও। যেমন মানুষের লোভের বিরুদ্ধে অরণ্যের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়েন বনদেবী কান্তারা। মণ্ডপের ভিতরে বনদেবী কান্তারার নানা ধরনের মডেল থাকবে। তার মধ্যে সবচেয়ে বড় মডেলটি প্রবেশপথের মুখে। পুজোয়। থিমের নাম, ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’।