অভয়ার বিচারের দাবিতে মিছিল থেকে বিচ্ছিন্নতাবাদী স্লোগান, ফের বিতর্ক যাদবপুরে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার রাজপথে অভয়ার বিচারের দাবিতে মিছিল থেকে বিচ্ছিন্নতাবাদী স্লোগান উঠল। শোনা গেল, “কাশ্মীর মাঙে আজাদি”। যাদবপুরের রাস্তায় অভয়ার দাবিতে মিছিল থেকে ওঠা ছাত্রছাত্রীদের এই স্লোগানকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। অভয়ার জন্য ন্যায়বিচার চাওয়ার সঙ্গে ‘আজাদি’র সম্পর্ক কী, অনেকেই প্রশ্ন তুলেছেন। এর নেপথ্যে শহুরে নকশালদের হাত দেখছেন প্রশাসনের কর্তারা।
আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকেরা সন্তুষ্ট ছিলেন অভয়ার ময়নাতদন্তে? প্রকাশ্যে বিস্ফোরক নথি
রবিবার সন্ধ্যায় অভয়ার বিচার চেয়ে যাদবপুরে একটি মিছিলের আয়োজন করা হয়। খাতায়কলমে ছাত্রছাত্রীদের মিছিলের কথা বলা হলেও অন্য কেউ যে পিছনে আছেন, তা বুঝতে পারছেন পুলিশের কর্তারা। ব্যানারে লেখা, ‘তিলোত্তমা ভেব না, আগুন নিভতে দেব না।’ কিন্তু অন্যরকম স্লোগান ওঠায়, উদ্বেগ বেড়েছে। পুলিশের বক্তব্য, যদি কেবল ছাত্রছাত্রীরা মিছিলে থাকতেন, তাহলে এই ধরনের স্লোগান ওঠার কোনও কথাই ছিল না। পুলিশকর্তাদের আশঙ্কা, ছাত্রছাত্রীর আড়ালে মিছিলে পা মিলিয়েছেন শহুরে নকশালরা। তাঁরাই নেতৃত্ব দিচ্ছেন। ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে দেশবিরোধী স্লোগান দিতে উৎসাহিত করা হচ্ছে। মিছিলে কোন নেতা-নেত্রীরা ছিলেন, তাঁদের আলাদা করে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।