রাজ্য বিভাগে ফিরে যান

আবার সেরা বাংলা, এবার মহিলাদের মালিকানাধীন ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে, বলছে কেন্দ্রের রিপোর্ট

October 1, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: ইন্ডিয়া বিজনেস এন্ড ট্রেড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত সরকারের MSME মন্ত্রক দ্বারা প্রকাশিত MSME বার্ষিক রিপোর্ট ২০৩-২৪-এ, পশ্চিমবঙ্গ মহিলাদের মালিকানাধীন ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (MSMEs) ল্যান্ডস্কেপে শীর্ষ স্থান দখল করেছে ।

বাংলা সারা দেশের মধ্যে মহিলাদের মালিকানাধীন সমস্ত MSME-তে প্রথম স্থান অধিকার করেছে, যা কিনা পরিসংখ্যানগত ভাবে ২৩.৪২%৷

এই চিত্রটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরে, এমনটাই টুইট করে জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Industry, #award, #West Bengal, #Mamata Banerjee, #Women empowerment, #MSME

আরো দেখুন