← রাজ্য বিভাগে ফিরে যান
আবার সেরা বাংলা, এবার মহিলাদের মালিকানাধীন ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে, বলছে কেন্দ্রের রিপোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত সরকারের MSME মন্ত্রক দ্বারা প্রকাশিত MSME বার্ষিক রিপোর্ট ২০৩-২৪-এ, পশ্চিমবঙ্গ মহিলাদের মালিকানাধীন ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (MSMEs) ল্যান্ডস্কেপে শীর্ষ স্থান দখল করেছে ।
বাংলা সারা দেশের মধ্যে মহিলাদের মালিকানাধীন সমস্ত MSME-তে প্রথম স্থান অধিকার করেছে, যা কিনা পরিসংখ্যানগত ভাবে ২৩.৪২%৷
এই চিত্রটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরে, এমনটাই টুইট করে জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।