বাংলায় তৈরি হচ্ছে সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যাট-সহ চারটি বিদ্যুৎকেন্দ্র
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়। তাতে একদিকে যেমন রাজ্যে বিদ্যুতের চাহিদা তো মিটবে, তেমনই অন্য রাজ্যকেও দেওয়া যাবে। ১,৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টের অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার সাংবাদিক সম্মেলন করে সে’কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যাটে অল্প কয়লায় বেশি বিদ্যুৎ উৎপাদন হবে।
আরও চারটি বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে বাংলায়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে একটি তৈরি হবে। দুর্গাপুজোয় বিদ্যুতের চাহিদা বাড়বে। রাজ্যে শিল্প খাতেও বিদ্যুতের খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে আরও বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিল রাজ্য। সব মিলিয়ে আরও ৫টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে রাজ্য সরকার।
এখন সাগরদিঘি, বক্রেশ্বর, দুর্গাপুর, সাঁওতালডিহি, ব্যান্ডেল ও কোলাঘাটে সক্রিয় বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই পাওয়ার প্ল্যান্টগুলির পাশাপাশি আরও চারটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। তার মধ্যে একটি হবে পিপিপি মডেলে। পূর্ব ভারতে কোথাও সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যাট নেই। যা অত্যাধুনিক। এনটিপিসি, ডিভিসি কারও কাছে তা নেই। রাজ্য সরকার সাগরদিঘিতে একটি নিজস্ব পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে। সেই বিদ্যুৎ কেন্দ্রের ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট গোত্রের। এ ধরনের প্ল্যান্ট দেশের পূর্বাঞ্চলে এই প্রথম। এখানে সবটাই রাজ্যের অর্থে গড়ে উঠবে। এটি চালু রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে রাজ্য সরকার। তার জেরে রাজ্যের কোষাগারে ঢুকবে মোটা অঙ্কের টাকা।