রাজ্য বিভাগে ফিরে যান

অভিনব উদ্যোগ মালদহে, পুজোর অনুদানের অর্থে এলাকায় বসছে CCTV ক্যামেরা

October 1, 2024 | < 1 min read

HT ফাইল ফটো

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদানের অর্থ দিয়ে নারী সুরক্ষার জন্য অভিনব উদ্যোগ নিল মালদহ জেলার এক পুজো কমিটি। অনুদানের টাকা সামাজিক কাজে লাগাল মালদহের নেতাজি ক্লাব। অনুদানের ৮৫ হাজার টাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে এলাকায়। রাতে বহু মহিলা যাতায়াত করেন। সিসিটিভি থাকলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে।

সিসিটিভি বসানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মহিলারা। নেতাজি ক্লাবের সম্পাদক অরিন্দম রায় বলেন, অনুদানের টাকায় তাঁরা এবার সিসিটিভি ক্যামেরা বসানোর কথা ভেবেছেন। ক্লাবের আশেপাশের এলাকাজুড়ে পাঁচ থেকে ছটি সিসি ক্যামেরা বসানো হবে। তাতে এলাকাগুলি আরও সুরক্ষিত থাকবে। রাজ্য সরকার নারী নিরাপত্তায় একাধিক উদ্যোগ গ্রহণ করছে। তাই এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সবার উপকার হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #durga Pujo, #cctv, #malda

আরো দেখুন