রাজ্য বিভাগে ফিরে যান

‘আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’, রাজ্যজুড়ে পালিত মহিলা তৃণমূলের মানববন্ধন

October 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার গোটা বাংলায় মানববন্ধন কর্মসূচি পালন করল মহিলা তৃণমূল। মহিলাদের সুরক্ষা প্রদান, স্বনির্ভর করে তোলা, রাজনৈতিক পরিসরে নিয়ে এসে জনপ্রতিনিধি করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়ে সোমবার রাজ্যজুড়ে পথে নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতা-সহ জেলায় জেলায় পালিত হয়েছে কর্মসূচি। মানববন্ধনের স্লোগান ছিল, ‘আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’।

কলকাতায়, বিড়লা তারামণ্ডল থেকে পার্কস্ট্রিট পর্যন্ত মানববন্ধন কর্মসূচি নেয় তৃণমূল মহিলা কংগ্রেস। তারপর সেখান থেকে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল মহিলা শাখা সদস্যরা। রাজ্য সরকারের নারী উন্নয়নে বিভিন্ন সামাজিক জনমুখী প্রকল্পগুলির সাফল্য তুলে ধরা হয়। প্ল্যাকার্ডে লেখা হয়, ‘দিদি করেছে মন দখল’। কলকাতায় কর্মসূচির নেতৃত্বে ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া মন্ত্রী শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, জ্যোৎস্না মান্ডি প্রমুখও ছিলেন। কলকাতা পুরসভার কাউন্সিলার কাজরি বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, চৈতালি চট্টোপাধ্যায়, মৌসুমী দাস প্রমুখও পদযাত্রায় পা মেলান।

এই কর্মসূচির মধ্যে দিয়ে সিবিআইয়ের উপরেও চাপ বাড়িয়েছে তৃণমূলের মহিলা শাখা। দাবি উঠেছে, দ্রুত তদন্ত শেষ করুক সিবিআই। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMC mahila congress, #Human chain, #Manab Bandhan, #Mamata Banerjee, #tmc

আরো দেখুন