পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

এবার দক্ষিণ ভারত! শ্রীভূমি স্পোটিং ক্লাবের থিম তিরুপতি মন্দির

October 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুবাইয়ের বুর্জ খলিফা, রোমের ভাটিকান সিটি, ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের পর সফর। এ বছর শ্রীভূমি স্পোটিং ক্লাবের থিম তিরুপতি মন্দির। মাতৃপ্রতিমা দক্ষিণ ভারতের আদলে। সোনার অলঙ্কারে সাজবেন মা। নৈবেদ্যের জন্য ঘিয়ের এক লক্ষ লাড্ডু তৈরি হচ্ছে। তিরুপতি থেকে আসছেন কারিগররা। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জাও থাকছে। উদ্বোধনের পর পরই ঠাকুর দেখার জন্য জনসমুদ্র তৈরি হয় শ্রীভূমিতে। ভিড় সামলাতে তৈরি পুলিশও।

কলকাতার ভিড় কার্যত একাই অনেকটা টেনে রাখে শ্রীভূমি। প্রতিবছরই এই পুজোয় ‘চাঁদের হাট’ বসে। পয়লা অক্টোবর বিকেলে শ্রীভূমি থেকেই পুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দুবরাজপুর ও আলিপুরদুয়ারের দু’টি দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।

শিল্পী রোমিও হাজরার ভাবনায় তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিমা তৈরি করেছেন শিল্পী প্রদীপ রুদ্র পাল। প্রয়াত আলোকশিল্পী বাবু পালের নকশাতেই আলোকসজ্জা করছেন চন্দননগরের শিল্পীরা। শ্রীভূমির মণ্ডপ থেকে প্রায় দু’কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আলোকসজ্জায় সেজে উঠছে গোটা এলাকা। মাথার মুকুট থেকে পায়ের নূপুর, সম্পূর্ণ সোনার অলঙ্কারে সাজবে মাতৃ প্রতিমা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sreebhumi sporting club, #Tirupati Temple

আরো দেখুন