পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

নানান থিমে জমজমাট দিল্লির ইন্দিরাপুরম ও নয়ডার দুগ্গা পুজো

October 3, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাবেকিয়ানা ও বাঙালিয়ানাকে ভর করে পুজোয় মেতে উঠছে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার বাঙালিরা। একে অন্যকে টেক্কা দিতে নেমেছে ইন্দিরাপুরম ও নয়ডার পুজো কমিটিগুলি।


ইন্দিরাপুরম বঙ্গতরু পুজো কমিটির থিম ‘পটকথা’। হারিয়ে যেতে বসা পটচিত্রকে ঘিরে সেজে উঠছে তাদের ২৪তম বছরের মণ্ডপ। মণ্ডপের কারুকাজ, প্রতিমায় ফুটে উঠছে পটচিত্রের আদল। হুগলি থেকে ১৬ জন শিল্পীকে নিয়ে এসেছেন আয়োজকেরা।

হারিয়ে যেতে বসা কুটির শিল্পকে তুলে ধরছে ওই এলাকার আরেক পুজো কমিটি প্রান্তিক। তাদের থিম কুটির শিল্পের চোখে রামায়ণের ইতিকথা। একটুকরো গ্রামবাংলা ফুটিয়ে তুলতে তৈরি হচ্ছে কুঁড়েঘর। মণ্ডপসজ্জা জুড়ে রামায়ণের কাহিনি। মূল মণ্ডপ রথের আদলে। পুজোর এবার ১৬তম বছর।

শিপ্রা রিভেরার পুজোর ২৬তম বছরের থিম ‘শক্তি – দ্য পাওয়ার উইদিন’। পুজোর মূল ঘরানা অবশ্য সাবেকি। গাজিয়াবাদের বৈশালি সেক্টর থ্রিয়ের সর্বজনীন শ্রীশ্রী কালীপুজো সমিতি আয়োজিত দুর্গাপুজোয় এবারের থিম নারী স্বশক্তিকরণ। গ্রামের বাড়ির আদলে মণ্ডপসজ্জা, বাঁশ, চট, খড়ের ব্যবহারে একটুকরো গ্রামাঞ্চল গড়ে তোলা হচ্ছে। নয়ডা সেক্টর-১৬ বলাকা পুজোর এবার ১৬তম বছর। ৪২ ফুটের মণ্ডপে শান্তি ও সম্প্রীতির বার্তাই থাকবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indirapuram, #Noida, #Durga Puja 2024, #Themes, #delhi, #durga puja

আরো দেখুন