পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

ঐতিহ্য মেনে ঘোষ দস্তিদারদের পরিবারে পুজো হয়ে সোনার দুর্গা মূর্তি

October 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাসতের সাংসদ তথা ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের পুজো নামেই মধ্যমগ্রামের বাদুর দিগবেরিয়া পুজো আজ বেশি পরিচিত। ঘোষ দস্তিদার বাড়ির পুজো বাংলাদেশের প্রাচীন ইতিহাস বুকে নিয়ে আজও হয়ে আসছে। ঐতিহ্য মেনে পুজো হয়ে সোনার দুর্গা মূর্তিতে।

ঘোষ দস্তিদার বাড়ির এই পুজো যখন থেকে শুরু হয়েছিল তখনও ছিল অবিভক্ত বাংলা। সেই সময় ঘোষ দস্তিদার পরিবারের বসতি ছিল বাংলাদেশের বরিশালের গাভা গ্রামে। সেখানেই গভীররাতে স্বপ্নাদেশ পেয়েছিলেন ঘোষ দস্তিদার পরিবারের প্রবীণ সদস্য কালীপ্রসন্ন ঘোষ দস্তিদার। কথিত আছে, তিনি স্বপ্নে দেখেন রাতে দেবী দুর্গা বাড়িতে এসেছেন। আর এসে তিনি বলছেন ‘আমার খিদে পেয়েছে, আমায় খেতে দে।’ তখন তিনি বলেন, ‘আমি তো কায়স্থ। আমি কীভাবে তোমায় খেতে দেব?’ এর জবাবে উমা বলেন, ‘আমি যখন তোকে বলেছি খাবার দিতে, তো দে।’ এরপর কালীপ্রসন্ন কোনও কিছু না ভেবেই উমাকে স্বপ্নেই জিজ্ঞাসা করেন ‘কী খেতে দেব?’ মার আদেশ ছিল, ‘ঘরের কোণায় দুধ ও চাল রাখা রয়েছে। তা ফুটিয়ে পরমান্ন (পায়েস) করে দে।’ তারপর কালীপ্রসন্ন ঘোষ দস্তিদার স্নান করে চাল ও দুধ ফুটিয়ে চুরু রান্না করে মাকে নিবেদন করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga, #durga Pujo, #Durga Puja 2024, #Ghosh Dastidars family

আরো দেখুন