কলকাতা বিভাগে ফিরে যান

২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা, স্টলের আবেদন নেওয়া শুরু আজ থেকে

October 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার পুজোর মুখে বইমেলার দিন ঘোষণা করে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি (২০২৫)। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন হিসেবে দু’টি শনিবার ছাড়াও থাকবে দু’টি রবিবার।

আজ, শুক্রবার থেকেই স্টলের আবেদন নেওয়া শুরু হচ্ছে। চলতি বছর ৪৭তম কলকাতা বইমেলা শুরু হয়েছিল ১৮ জানুয়ারি। শেষ হয়েছিল ৩১ জানুয়ারি। তবে, মাসের শেষে বইমেলা শেষ হওয়ায় অনেকেই আপেক্ষ করেছিলেন। কারণ, যাঁরা মাস মাইনের উপর নির্ভরশীল, তাঁদের দাবি, ছিল মাইনে পড়ার সময় যেন বইমেলা চলে। তা না-হলে ইচ্ছে থাকা সত্ত্বেও বাজেট কমাতে হয়। এবার অবশ্য সেই সমস্যা নেই। বইমেলার মাঝখানে মাসমাইনে পড়বে। ২০২৩ সালে ৪৬তম বইমেলা শুরু হয়েছিল ৩০ জানুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। ওই নির্ঘণ্টের কাছাকাছি সূচি করা হয়েছে এবার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Publishers and booksellers guild, #Kolkata boimela, #KOLKATA BOOK FAIR 2025, #Kolkata Book Fair

আরো দেখুন