← দেশ বিভাগে ফিরে যান
প্রতিবাদের ঝাঁপ! সচিবালয়ের চার তলা থেকে লাফিয়েও প্রাণে বাঁচলেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার, দুই বিধায়ক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতি (এসটি)-র অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ করে মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং দুই আদিবাসী বিধায়ক। তবে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান তাঁরা।
জানা যাচ্ছে , প্রতিবাদের অঙ্গ হিসাবেই স্লোগান দিতে দিতে হঠাৎই তাঁরা সচিবালয়ের চার তলা থেকে ঝাঁপ দেন। তবে তিন জনেই জালে আটকে যান। তবে সেরকম ভাবে কেউ আহত হননি বলে জানা যাচ্ছে।