রাজ্য বিভাগে ফিরে যান

আজ থেকে ছাত্র-ছাত্রীদের ট্যাবের জন্য ১০ হাজার টাকা দেওয়া শুরু করছে রাজ্য

October 4, 2024 | < 1 min read

—প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাবলেট পিসি (ট্যাব) বা স্মার্টফোন কেনার ১০ হাজার টাকা যথাসময়েই পেয়ে যাবে ছাত্রছাত্রীরা, এই কথা রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল। এবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার থেকে ছাত্র-ছাত্রীদের ট্যাবের জন্য ১০ হাজার টাকা বিলির কাজ শুরু হবে।

বস্তুত, স্কুল পড়ুয়া, তরুণ উদ্যোগপতি, শিক্ষানবিশদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে। বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, স্কুল পড়ুয়াদের জন্য ‘তরুণের স্বপ্ন’ নামে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এবার সেই টাকা একাদশ শ্রেণির পড়ুয়ারাও পাবে।

সেপ্টেম্বরের গোড়ায় ওই টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এদিন নবান্নের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার থেকেই ট্যাবের টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nabanna, #students, #Tab, #West Bengal

আরো দেখুন