নবাব হুসেন শাহের দেওয়ান নস্করদের বাড়ির পুজোর বয়স চারশো বছর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার নবাব হুসেন শাহের দেওয়ান ছিলেন নস্কর পরিবারের পূর্বপুরুষ রামচন্দ্র নস্কর। তিনি রায়দিঘির ছত্রভোগে থাকতেন। নবাব রামচন্দ্রকে খাঁ উপাধি দিয়েছিলেন। পরবর্তীতে খাঁ উপাধি ত্যাগ করে তিনি ও তাঁর পাঁচ ভাই চলে আসেন মন্দিরবাজারের জগদীশপুরে। তাঁরাই দুর্গাপুজোর সূচনা করেন। সে সময় ২৫ টাকায় পুজো শুরু করেছিলেন। পুজোর বয়স প্রায় ৪০০ বছর। দুর্গাদালানে রাধাগোবিন্দ মূর্তির সঙ্গেই দুর্গা পুজো পান। কথিত আছে, চৈতন্যদেব নীলাচলে যাওয়ার সময় বাড়াই নদী ধরে রায়দিঘি যাওয়ার পথে রাধাগোবিন্দ মূর্তি প্রতিষ্ঠার সময় উপস্থিত হয়েছিলেন।
জন্মাষ্টমীতে দুর্গার কাঠামো পুজো হয়। ন’মন চাল নৈবেদ্য হিসেবে দেওয়া হত। এখন ছয় মন চালের নৈবেদ্য। প্রতিপদ থেকে দুর্গাদালানে পুজো শুরু হয়। তিনজন ব্রাহ্মণ চণ্ডীপাঠ করেন। বৈষ্ণব মতে পুজো হয়। লুচি ভোগ হয়। সন্ধিপুজোর সময় মাসকলাই বলি ও নারকেল ভস্ম করা হয়। নবমীতে খিচুড়ি ভোগ দেওয়া হয়। দশমীতে আমিষ খাওয়া হয়।