বিনোদন বিভাগে ফিরে যান

পুজোর শহরে ফিরছে গ্লোব, আজই খুলছে প্রেক্ষাগৃহের দরজা

October 6, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অত্যাধুনিক সাজে ফিরছে শহরের ঐতিহ্যপূর্ণ প্রেক্ষাগৃহ গ্লোব। ১৮২৭ সালে তৈরি হয়েছিল ওল্ড অপারে হাউস। ১৯০৬ সালে এর নাম হয় গ্লোব। ২০০৪ সালে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহটি। আজ, রবিবার থেকে দরজা খুলে যাচ্ছে নতুন প্রেক্ষাগৃহের। ‘টেক্কা’, ‘বহুরূপী’, ‘শাস্ত্রী’, ‘স্ত্রী ২’, ‘তুম্বাড়’-এর মতো ছবি দেখানো হবে। আজ, রবিবার প্রেক্ষাগৃহে দেব ও সৃজিত মুখোপাধ্যায় তাঁদের পুজোর ছবি ‘টেক্কা’র টিকিট বিক্রি করবেন।

একদা গ্লোবে প্রধানত বিদেশি ছবির প্রাধান্য থাকত। ২০২৪-এ নতুন রূপের গ্লোবে নানা ভাষার ছবি দেখানো হবে। জানা গিয়েছে, দুটো পর্দা থাকছে। অর্থাৎ মাল্টিপ্লেক্স। একটিতে আসনের সংখ্যা ২৩৯টি। অন্যটিতে ১৯৭। আগের তুলনায় পর্দার আকার ছোট হলেও, অন্যান্য প্রেক্ষাগৃহের তুলনায় যথেষ্ট বড়। টিকিটের মূল্যও নাকি অন্যান্য প্রেক্ষাগৃহের তুলনায় কম।

কাঠের দরজায় লাল-সাদা নিয়ন আলোয় লেখা গ্লোব সিনেমা। একপাশে বসার, খাবারের জায়গা। লাল কার্পেট বিছানো সিঁড়ি দিয়ে ভিতরে পা রাখলেই লাল গদিওয়ালা আরামদায়ক চেয়ারের সারি। সমাজমাধ্যমে গ্লোবের নয়া রূপ প্রকাশ্যে আসতে, নয়া রূপের প্রেক্ষাগৃহে বসে ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে সিনেপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Movies, #Globe, #Globe theatre, #Globe cinema hall, #Entertainment

আরো দেখুন